১১০ রাউন্ড গুলিসহ আওয়ামী লীগ নেতার ছেলে গ্রেফতার
মাদারীপুরের কালকিনি উপজেলায় ১১০ রাউন্ড গুলিসহ কাজী ফয়সাল আহম্মেদকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ফয়সাল কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী হেমায়েত উদ্দিন হীমু কাজীর ছেলে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় উপজেলার ডাসার থানার কাজীবাকাই এলাকার বাঁশতলায় অভিযান চালায় পুলিশ। সেই সঙ্গে ফয়সালকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ডাসার থানা পুলিশের ওসি মোহাম্মদ আবদুল ওহাব বলেন, গোপনে সংবাদ পেয়ে ১১০ রাউন্ড গুলিসহ ফয়সালকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এএম/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে হত্যাচেষ্টায় অভিযুক্ত ফয়সাল করিমের সহযোগী আটক
- ২ আড়াই মাস আগে ফেলে যাওয়া ভারতীয় ট্রাকে মিললো কোটি টাকার অবৈধ পণ্য
- ৩ পিরোজপুরে শাপলা পাতা মাছ বিক্রির অভিযোগে তিনজনকে জরিমানা
- ৪ মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী মনিরুল হক
- ৫ মাদকের টাকা না পেয়ে বাগবিতণ্ডা, বাবার ছুরিকাঘাতে প্রাণ গেলো ছেলের