ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

করোনায় আক্রান্ত ৫, রাজবাড়ী লকডাউন

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৪:১৬ পিএম, ১১ এপ্রিল ২০২০

ক‌রোনাভাইরাসের সংক্রম‌ণ প্রতিরোধে আগামী ১০ দি‌নের জন্য রাজবাড়ী জেলা‌কে লকডাউন ঘোষণা ক‌রে গণ‌বিজ্ঞ‌প্তি দিয়েছে জেলা প্রশাসন।

শ‌নিবার (১১ এ‌প্রিল) বিকেল ৩টা ২০ মি‌নি‌টে রাজবাড়ীর ডি‌সির ফেসবুক পে‌জে এ গণবিজ্ঞ‌প্তি‌ প্রকাশ ক‌রা হয়।

এ‌তে বলা হ‌য়ে‌ছে, আগামী ১০ দিন জেলায় জনসাধারণ প্র‌বেশ ও‌ বের হওয়া নি‌ষেধ। এ সময় জাতীয় আঞ্চ‌লিক সড়ক, মহাসড়ক ও নৌপ‌থে অন্য জেলা থেকে কেউ এই জেলায় প্র‌বেশ ও জেলা থেকে কেউ অন্য জেলায় যে‌তে পার‌বেন না। জেলার অভ্যন্ত‌রে আন্ত-উপ‌জেলা যাতায়া‌তের ক্ষে‌ত্রেও এ নি‌ষেধাজ্ঞা বলবৎ থাক‌বে। সব ধরনের গণপ‌রিবহন ও জনসমাগম বন্ধ থাক‌বে। ত‌বে জরুরি যান, চি‌কিৎসাসেবা, কৃ‌ষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। জাতীয় ও আঞ্চ‌লিক মহ‌াসড়কযো‌গে রাজবাড়ী জেলার ওপর দি‌য়ে অন্যান্য জেলার আন্তঃসং‌যোগ। আজ থেকে এই আদেশ কার্যকর হ‌বে।

lock

বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ীর‌ জেলা প্রশাসক (ডিসি) দিলসাদ বেগম ব‌লেন, ক‌রোনাভাইরা‌সের সংক্রমণ প্রতিরো‌ধে রাজবাড়ী জেলা লকডাউন ঘোষণা ক‌রা হয়েছে। গণবিজ্ঞ‌প্তি‌র নি‌র্দেশনা সবাই‌কে মানতে হবে। না মানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এর আগে রাজবাড়ীর পাঁচ উপজেলা থেকে করোনাভাইরাস সন্দেহে ২৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর পাঁচজনের করোনা পজিটিভ পাওয়া যায়। শনিবার দুপুর ১২টার দিকে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

রু‌বেলুর রহমান/এএম/জেআইএম