ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুরে সরকারি ১১ বস্তা চালসহ তিনজন আটক

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ১২ এপ্রিল ২০২০

মাদারীপুরের রাজৈর উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ভিজিডির ১১ বস্তা চালসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার বেলা ১১টার দিকে উপজেলার পশ্চিম সীমান্তে নয়াকান্দি স্লুইচগেট এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা হলেন, পশ্চিম সরমঙ্গল গ্রামের হায়দার শেখ, বিদ্যুৎ শেখ ও ভ্যানচালক সাইদুল শেখ।

পুলিশ জানায়, ভ্যানগাড়িতে করে ১১ বস্তা চাল নিয়ে যাওয়ার সময় চেকপোস্ট পুলিশের হাতে তারা আটক হয়। পরে তাদের থানায় নিয়ে যায় পুলিশ।

ভ্যানচালক চালক সাইদুল জানায়, খালিয়া ইউনিয়ন পরিষদ থেকে ওই ১১ বস্তা চাল নিয়ে তিনি হায়দার শেখের চাতালে যাচ্ছিলেন।

এ ঘটনায় মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কনা জানান, মামলা প্রক্রিয়াধীন। তবে এ চাল কার্ড হোল্ডার বিক্রি করে থাকলে তার কার্ড বাতিল করার বিধান রয়েছে।

রাজৈর থানা পুলিশের ওসি খোন্দকার শওকত জাহান জানান, প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে। চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের সিলও রয়েছে ।

রাজৈর উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন জানান, তদন্ত সাপেক্ষে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

একে এম নাসিরুল হক/এমএএস/এমএস