ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পরনের কাপড় ছাড়া কিছুই থাকল না

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ১০:০৫ পিএম, ১৩ এপ্রিল ২০২০

‘করোনা আতঙ্কের মধ্যে কোনো কাজ নেই। এরই মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে গেল মাথা গোঁজার ঠাঁইটুকু। রাতে কোথায় থাকব জানি না।’

নিজের ঘরটি হারিয়ে এভাবে অসহায়ত্বের কথা প্রকাশ করলেন সাতক্ষীরার তালা সদরের খানপুর গ্রামের আয়েশা বেগম।

তিনি বলেন, দুপুরে রান্নাঘরে ভাত রান্না করছিলাম। এরই মধ্যে অন্যকাজ করতে বাইরে আসি। কিছুক্ষণের মধ্যেই রান্নাঘরসহ থাকার ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। কয়েক মিনিটের মধ্যেই ঘরে থাকা সবকিছু পুড়ে যায়। পরনের কাপড় ছাড়া কিছুই আর থাকল না।

স্থানীয় সূত্র জানায়, করোনা পরিস্থিতিতে কাজ নেই স্বামী আব্দুস সামাদ সরদারের। এখনও মেলেনি সরকারি খাদ্য সহায়তা। এরই মধ্যে সোমবার দুপুরে আগুনে পুড়ে ছাই হয়ে যায় তাদের ঘরবাড়ি।

আয়েশার স্বামী দিনমজুর আব্দুস সামাদ সরদার বলেন, আমি দিনমজুর। করোনার মধ্যে কাজ নেই। আমার সবকিছু শেষ হয়ে গেল। বেসরকারি একটি সংস্থার দেয়া ঘরে বসবাস করছিলাম। সেটিও আর থাকল না। ঘরে খাবার নেই। জামা-কাপড় সব পুড়ে গেছে। ঘরে যা ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি বলেন, সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস.এম নজরুল ইসলাম এসে এক হাজার টাকা দিয়েছেন কিছু কিনে খাওয়ার জন্য। কিন্তু আমরা কোথায় থাকব জানি না। কে আমাদের সাহায্য করবে।

তালা সদরের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম নজরুল ইসলাম বলেন, পরিবারটি খুব অসহায়। দিনমজুর পরিবার। করোনা বিপর্যয়ের মধ্যে থাকার ঘর, রান্না ঘর হারিয়ে নতুনভাবে বিপদের মুখে পড়ল পরিবারটি। বেসরকারি সংস্থা ‘বাঁচতে শেখার’ দেয়া ঘরে বসবাস করতেন তারা।

সাতক্ষীরা প্রতিনিধি/এএম/জেআইএম