ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ত্রাণের চাল চুরিতে জড়িত থাকলে স্থায়ী বহিষ্কার : হানিফ

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া | প্রকাশিত: ০৯:৫৭ এএম, ১৬ এপ্রিল ২০২০

সরকারি ত্রাণের চাল চুরির দায়ে শাস্তিপ্রাপ্ত কোনো ব্যক্তি ভবিষ্যতে নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় তিনি এ কথা জানান।

মাহবুব উল আলম হানিফ বলেন, ত্রাণের চাল চুরির অভিযোগে যারা একবার অভিযুক্ত হয়েছেন বা অপরাধী হিসেবে দণ্ডিত বা শাস্তি পেয়েছেন তারা যাতে ভবিষ্যতে নির্বাচনে প্রার্থী হতে না পারেন সে ব্যাপারে সংসদে আইন করার চেষ্টা চালানো হবে।

তিনি আরও বলেন, অসহায় মানুষের ত্রাণের এক ছটাক চাল নিয়েও কোনো অনিয়ম হোক, সেটা চাই না। যদি কারও বিরুদ্ধে এমন অভিযোগ আসে, তদন্তে তা যদি প্রমাণিত হয়, তাহলে প্রশাসন যেন তাকে ভ্রাম্যমাণ আদালতে সর্বোচ্চ শাস্তি দেয়। আর চাল চুরিতে দলের (আওয়ামী লীগ) কারও যদি জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তাহলে তাকে তাৎক্ষণিকভাবে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে হানিফ বলেন, নম্র-ভদ্র ভাষায় বুঝিয়ে বলার দিন শেষ। এখন একটু শক্ত হতে হবে। শক্ত অবস্থান নিলে মানুষ ঘরে থাকবে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে শক্ত ভূমিকা রেখে কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান তিনি।

সভায় কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আ ক ম সরওয়ার জাহান, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, সেনাবাহিনীর প্রতিনিধি লে. কর্নেল আসাদুজ্জামান তাপস, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

আল-মামুন সাগর/আরএআর/জেআইএম