হাতিয়ায় ট্রলার ডুবে জেলের মৃত্যু
নোয়খালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মাছধরার সময় ট্রলার ডুবে কামাল উদ্দিন (২৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। কামাল উদ্দিন উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের পূর্বচরমজিদ গ্রামের জাফর উল্লাহ চৌকিদারের ছেলে।
কামাল একই ইউনিয়নের করিম ব্যাপারীর মাছধরার ট্রলারে জেলে হিসেবে কাজ করতেন। বুধবার ভোরে ঠেংগার চর এলাকা থেকে কামালের মরদেহ উদ্ধার করেন তার স্বজন ও জেলেরা।
ট্রলারের মালিক করিম ব্যাপারী জাগো নিউজকে জানান, তিনি দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে তার ট্রলারে জেলে হিসেবে কাজ করছেন। মঙ্গলবার রাতে নদীতে অন্য জেলেরাসহ মেঘনা নদীর ঠেংগার চর এলাকায় ট্রলার থেকে নদীতে জাল ফেলার সময় হঠাৎ ঢেউয়ের ধাক্কা সামলাতে না পেরে ট্রলারটি নদীতে ডুবে যায়।
এসময় ট্রলারে থাকা ১১ জন জেলেকে অন্য ট্রলারের জেলেরা উদ্ধার করলেও রাতে খোঁজাখুঁজি করে কামালকে পাওয়া যায়নি। বুধবার ভোরে ঠেংগার চর এলাকা থেকে কামালের স্বজন ও জেলেরা তার মৃতদেহ উদ্ধার করে।
মিজানুর রহমান/এমজেড/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান