ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত
ফাইল ছবি
ফরিদপুরের ভাঙ্গায় ভাতিজার লাঠির আঘাতে চাচা ইউসুফ শেখ (৫০) নিহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ শেখ ওই গ্রামের রিয়াজউদ্দিন শেখের ছেলে।
ভাঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) পিযুষ কান্তি জানান, জমি নিয়ে ইউসুফ শেখ ও তার বড় ভাই মোহাম্মদ আলী শেখের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মোহাম্মদ আলী শেখের ছেলে জয়নাল শেখ (২৫) লাঠি দিয়ে চাচা ইউসুফ শেখের মাথায় আঘাত করেন। এ সময় ইউসুফ শেখ মাটিতে লুটিয়ে পড়লে প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম ও ভাঙ্গা থানার ওসি শফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর থেকে ঘাতক জয়নাল শেখ ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। পুলিশ তাদের ধরতে অভিযান চালাচ্ছে।
বি কে সিকদার সজল/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের