ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

তিন আরোহীর মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, দুইজন নিহত

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ১৮ এপ্রিল ২০২০

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ৩টায় সিলেট-সুনামগঞ্জ সড়কের পশ্চিম পাগলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামের তারিফ হোসেনের ছেলে দেলোয়ার হোসেন জিয়াউর (৪০) ও উপজেলার জয়কলস গ্রামের কৃষ্ণ বিশ্বাসের ছেলে মিন্টু কৃষ্ণ বিশ্বাস (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাঘেরকোনা গ্রাম থেকে মোটরসাইকেলে করে তিন আরোহী উপজেলা সদরের শান্তিগঞ্জ বাজারে আসছিলেন। এসময় সিলেট থেকে সুনামগঞ্জ আসা একটি ট্রাক পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন জিয়াউর নিহত হন। গুরুতর আহত মিন্টু কৃষ্ণ বিশ্বাসকে স্থানীয় কৈতক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন। অপরজন অক্ষত রয়েছেন। খবর পেয়ে স্থানীয় মানুষজন ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।

দুর্ঘটনার পর দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

মোসাইদ রাহাত/এমএএস/এমকেএইচ