বান্দরবানে অস্ত্রসহ আটক ৩
বান্দরবানের মধ্যমপাড়া মাস্টার শপিং হাউজে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৩ ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, রুমার লাল পিয়ান থা বম (৪৮), বাচ্চু বম (৪৫) এবং নাইক্ষ্যংছড়ির সিং থাই চাকমা (৪৪)।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিনজনসহ ৩টি একে ৪৭, দুটি পিস্তল, চারটি মোবাইল সেটসহ বিভিন্ন সরঞ্চাম উদ্ধার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রাম র্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয় ।
র্যাব-৭ এর লে. কর্নেল মিফতা আহমেদ জানান, এরা অন্য কোথাও বিক্রি করতেই এ অস্ত্র এনেছে। কোনো দেশ থেকে আনলো, কিভাবে আনলো, এদের সঙ্গে কোনো জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হবে।
সৈকত দাশ/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা