ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কৃষি প্রণোদনা পেলেন নিয়ামতপুরের ১১শ কৃষক

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ২১ এপ্রিল ২০২০

নওগাঁর নিয়ামতপুরে এক হাজার ১৩০ জন কৃষক প্রণোদনার সার ও বীজ পেয়েছেন। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এ কৃষি প্রণোদনা দেয়া হয়।

মঙ্গলবার একযোগে উপজেলার আট ইউনিয়ন পরিষদে সামাজিক দূরত্ব মেনে কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে।

ঘুরে ঘুরে প্রণোদনার সার-বীজ বিতরণ তদারকি করেন উপজেলা কৃষি কর্মকর্তা আমীর আবদুল্লাহ মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মারুফ-বিন-রশিদ রোমেল ও রফিকুল ইসলাম।

৫ নম্বর রসূলপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সার-বীজ বিতরণ করেন, উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুস সাত্তার ও নাজিবুর রহমান।

এসময় ইউনিয়ন পরিষদ সদস্য ও গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। বাকি সাত ইউনিয়ন পরিষদ চত্বরেও সার-বীজ বিতরণ করেন উপসহকারী কৃষি কর্মকর্তারা। তারাই মাঠ পর্যায়ে কৃষকদের তালিকা তৈরি করেন।

জানা গেছে, উপজেলায় এক হাজার ১১০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি করে আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে। এছাড়া ২০ জন কৃষকের প্রত্যেককে ১৩০ গ্রাম পেঁয়াজের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়েছে।

আব্বাস আলী/এমএএস/এমকেএইচ