ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হেলমেট না থাকায় তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৮:০৭ পিএম, ২১ এপ্রিল ২০২০

বগুড়ায় হেলমেট না পরার অপরাধে তিন পুলিশ সদস্যকে মোটরযান আইনে মামলা দেয়া হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।

গত তিনদিনে ৪২৫ যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বগুড়া সদর ট্রাফিক ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুত্র জানায়, গত সোমবার বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় অযথা ঘোরাঘুরি করার অভিযোগে ৫০ জন মোটরসাইকেল চালককে আধাঘণ্টা রোদের মধ্যে বসিয়ে রেখে শাস্তি দেয়া হয়। কিন্তু এতেও সমাধান মেলেনি। দেখা গেছে বিভিন্ন অজুহাতে লোকজন শহরে মোটরসাইকেল, প্রাইভেটকারসহ নানা যানবাহন নিয়ে বের হচ্ছে। যাদের অধিকাংশেরই তেমন কোনো জরুরি কাজ নেই। অকারণে বের হওয়া লোকজনের জনসমাগম ঠেকাতে পুলিশকে রীতিমত হিমশিম খেতে হচ্ছিল।

এদিকে পরিস্থিতি দেখতে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা নিজেই মাঠে নামেন। তিনদিন ধরে পুলিশ সুপারের নেতৃত্বে চলে শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান। মঙ্গলবার দুপুরে তার উপস্থিতিতেই তিন পুলিশ সদস্যকে হেলমেট না থাকার কারণে মামলা দেয়া হয়।

বগুড়া সদর থানা পুলিশের ওসি বদিউজ্জমান বলেন, শহরের সাতমাথায় একটি প্রাইভেটকারের সম্মুখ ভাগের কাচে 'জরুরি ত্রাণ কাজে নিয়োজিত' লেখা স্টিকার ছিল। অথচ গাড়ির মধ্যে ছিল না কোনো ত্রাণ সামগ্রী। এ ব্যাপারে গাজী গ্রুপে চাকরি করা প্রাইভেটকার চালক কোনো সদুত্তর দিতে পারেননি। পরে ওই গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হয়।

বগুড়া সদর ট্রাফিক অফিসের সূত্রমতে, তিনদিনে ৪৭৫টি যানবাহনের চালকের নামে মামলা করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার তিনজন পুলিশ সদস্যসহ ১২০টি, সোমবার ১৬০টি এবং রোববার ১৯৫টি মামলা দেয়া হয়েছে।

এমএএস/পিআর