ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

র‌্যাবের অভিযানে মিলল সরকারি চাল ও খালি বস্তা

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০৯:৫১ পিএম, ২২ এপ্রিল ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি চাল ও খালি বস্তা উদ্ধার করেছে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প। বুধবার বিকেলে উপজেলার ভৈরবগঞ্জ বাজারে ও তার পার্শ্ববর্তী মৌলভীবাজার জেলার গিয়াসনগর ইউনিয়নের রাঙ্গুরিয়া গ্রাম থেকে এই চাল ও চালের বস্তা উদ্ধার করে র্যাব।

শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার হোসেন শামীম বলেন, দীর্ঘদিন ধরে আমরা একটি চাল চোর চক্রের খবর পাচ্ছিলাম। আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার ভৈরবগঞ্জ বাজারের পাশে পরিত্যক্ত জায়গায় পোড়ানো প্রায় শতাধিক সরকারি সিলযুক্ত চালের খালি বস্তা উদ্ধার করি। এছাড়া নুপুর কান্তি রায়ের বাড়ি থেকে প্রায় ৪০০ কেজি চাল উদ্ধার করি। চালগুলো বাড়িতে ড্রাম ও বস্তায় রাখা ছিলো। এ সময় আমরা দোকানের মালিক নুপুর কান্তি রায়কে গ্রেফতার করেছি।

তিনি আমাদের কাছে সরকারি চাল অবৈধভাবে ক্রয় করে বিক্রির বিষয়টি স্বীকার করেছেন। ভৈরবগঞ্জ বাজারের লিপি এন্টারপ্রাইজ নামে একটি ডিলারের কাছ থেকে তিনি এসব চাল নিয়েছেন। আমরা ওই ডিলালের মালিক আনোয়ার উদ্দীনকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছি। উদ্ধার করা চাল, খালি বস্তা ও গ্রেফতারকৃত নুপুরকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান এএসপি।

রিপন দে/এফএ/এমকেএইচ