ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দৌলত‌দিয়া যৌনপল্লীতে শ্বাসকষ্টে যৌনকর্মীর মৃত্যু

জেলা প্রতিনিধি | রাজবাড়ী‌ | প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ২৩ এপ্রিল ২০২০

রাজবাড়ীর গোয়ালন্দ উপ‌জেলার দৌলত‌দিয়া যৌনপল্লীতে ৫২ বছর বয়সী এক যৌনকর্মীর শ্বাসকষ্টে মৃত্যু হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৩টার দি‌কে ওই যৌনকর্মী মারা যান।

‌গোয়ালন্দ উপ‌জেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ জানান, যৌনপল্লীর এক যৌনকর্মীর শ্বাসকষ্ট ছিল। আজ সকা‌লে তার নমুনা সংগ্রহ করতে ক‌য়েকজন চি‌কিৎসক যৌনপল্লী‌তে যান। ফি‌রে এসে জানান ওই যৌনকর্মীর ক‌রোনা নয়, হা‌র্টে বড় ধর‌নের কোনো সমস্যা আছে। পরবর্তী‌তে তা‌দের না জা‌নি‌য়ে তাকে হাসপাতালে পাঠি‌য়ে দেন যৌনকর্মীরা। কিন্তু হাসপাতা‌লে আসার আগেই ওই যৌনকর্মীর মৃত্যু হয়। প্রাথম‌কিভাবে ধারণা করা হচ্ছে হার্টঅ্যাটা‌কে তার মৃত্যু হ‌য়ে‌ছে। তারপরও স‌ন্দেহ থাকায় মৃত্যুর বিষয়‌টি আলাদাভা‌বে দেখা হচ্ছে।

এদিকে যৌনকর্মী‌দের মৃত্যু হ‌লে জানাজা ও ধর্মীয় রী‌তি অনুযায়ী দাফন করা হ‌বে কিনা জান‌তে চাইলে গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান ব‌লেন, যি‌নি মারা গে‌ছেন তার শ্বাসকষ্ট ছিল। এটাতো ক‌রোনার একটা উপসর্গ। ইতোম‌ধ্যে পুলিশ ৩ যৌনকর্মীর জানাজা প‌ড়ি‌য়ে ধর্মীয় রী‌তি অনুযায়ী দাফন ক‌রে‌ছে। আজ বিকেল ৩টার দি‌কে যি‌নি মারা গে‌ছেন তার বিষয়ে আলোচনা চল‌ছে। এখ‌নও সিদ্ধান্ত হয়‌নি।

রু‌বেলুর রহমান/এফএ/পিআর