যশোরে আইসোলেশনে অন্তঃসত্ত্বাসহ দু’জনের মৃত্যু
ফাইল ছবি
যশোরে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন ৬০ বছরের বৃদ্ধ ও অপরজন ২৪ বছর বয়সী অন্তঃসত্ত্বা নারী। বৃহস্পতিবার রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তাদের মৃত্যু হয়।
অন্তঃসত্ত্বা ওই নারী ঝিকরগাছা উপজেলার ও বৃদ্ধ চৌগাছা উপজেলার বাসিন্দা। মৃতদের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়েছে। সংস্পর্শে আসা আরো ৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদেরকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানিয়েছেন, অন্তঃসত্ত্বা ওই নারী বৃহস্পতিবার রাত ৯টার দিকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এলে তাকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। মৃত অপর বৃদ্ধ শ্বাসকষ্ট সমস্যা নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ওই দু’জনের সংস্পর্শে আসা ৫ জনকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনার সন্দেহভাজন রোগী হিসেবে তাদের দু’জনকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে।
মিলন রহমান/এফএ/পিআর