ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাহরির পর নিখোঁজ, সকালে মিলল স্কুলছাত্রের গলাকাটা লাশ

জেলা প্রতিনিধি | ঠাকুরগাঁও | প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২৫ এপ্রিল ২০২০

ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের একটি ধানখেত থেকে রাসেল রানা (১৫) নামে এক স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম ভোপলা গ্রামে ধানখেত থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত) গোলাম মর্তুজা।

নিহত স্কুলছাত্র রাসেল রানা ভোপলা গ্রামের সাদিকুল ইসলামের ছেলে। সে বালাপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে সাহরির পর থেকেই ওই স্কুলছাত্রকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। সকালে একটি ধানখেতে তার গলাকাটা মরদেহ দেখে থানায় খবর দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরো বলেন, কী কারণে এই হত্যাকাণ্ড হয়েছে তা সঠিক বলা যাচ্ছে না। তবে মরদহে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে বোঝা যাবে হত্যাকাণ্ডের রহস্য কী। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

তানভীর হাসান তানু/এফএ/জেআইএম