ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফেরি চালু হতেই কাঁঠালবাড়িতে ভিড়ছেন ঢাকামুখীরা

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০২:৩৩ পিএম, ২৬ এপ্রিল ২০২০

মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে। রোববার সকাল থেকে ৭টি ফেরি চলাচল শুরু করে। এর আগে নৌপথটিতে একটি ফেরি দিয়ে জরুরি সেবার গাড়ি পারাপার করা হত।

এদিকে ঢাকার গার্মেন্টসগুলো খোলার কারণে বিভিন্ন জেলা থেকে বিকল্পভাবে ভেঙে ভেঙে ঘাটে এসে ফেরিতে নদী পার হচ্ছেন ঢাকামুখীরা।

kathalbari-1

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের ম্যানেজার আবদুল আলীম জানিয়েছেন, সীমিতভাবে ফেরি চালু আছে। ঘাটে দুপুর থেকে কিছু যাত্রী দেখা যাচ্ছে। এতদিন ঘাট ফাঁকা পড়ে ছিল।

নাসিরুল হক/এফএ/এমকেএইচ