আত্রাইয়ে জেএমবি সদস্য গ্রেফতার
প্রতীকী ছবি
নওগাঁর আত্রাই উপজেলার পারকাসুন্দা গ্রামে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম (৪৫) নামে এক জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। সাইফুল ইসলাম উপজেলার পারকাসুন্দা গ্রামের শরিফ উদ্দিনের ছেলে।
আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলা আল মাসুদ চৌধুরী জানান, গোপন সূত্রে জানা যায় সাইফুল ইসলাম পারকাসুন্দা গ্রামে অবস্থান করছেন। এরপর সকাল ৯টার দিকে ওই গ্রাম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
ওসি আরো জানান, সাইফুলের বিরুদ্ধে থানায় হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এছাড়াও সাইফুল বাংলা ভাইয়ের অন্যতম সহযোগি ছিলেন। তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানান ওসি।
আব্বাস আলী/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ