নেত্রকোনায় ১৪টি দোকান আগুনে পুড়ে ছাই
নেত্রকোনার বারহাট্টা বাজারের সোনালী ব্যাংকের সামনে অগ্নিকাণ্ডে ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বারহাট্টা বাজারের ব্যবসায়ী নবী নেওয়াজের মুদির দোকানে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। পরে আগুনের লেলিহান শিখা মুহূর্তেই পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে বাজারের ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
বারহাট্টা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান জানান, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।
কামাল হোসাইন/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের