ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অভিযানের পরই কেজিতে ১৫০ টাকা কমলো আদার দাম

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ২৮ এপ্রিল ২০২০

মানিকগঞ্জের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এক অভিযানেই আদার দাম কমেছে কেজিতে ১৫০ টাকা। রমজানের শুরু থেকেই বিভিন্ন বাজারে আদার দাম ছিল লাগামহীন। আদার কেজি ৩৫০ টাকায় ঠেকলে ক্রেতাদের মধ্যে দেখা দেয় চরম অসন্তোষ। পরে মঙ্গলবার আদার বাজারে অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় অতিরিক্ত দামে আদা বিক্রির দায়ে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এতেই কেজিতে দেড়শ টাকা কমে আদার দাম নেমে আসে ২০০ টাকায়। ক্রেতাদের মনেও অনেকটাই স্বস্তি ফেরে।

মঙ্গলবার মানিকগঞ্জ সদর, শিবালয় এবং হরিরামপুর উপজেলার বিভিন্ন বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এই অভিযান চলে।

অভিযানে সহযোগিতা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সাধারণ সম্পাদক সামছুন্নবী তুলিপসহ সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য পরিদর্শক এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

অধিদফতরের জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন বাজারে বেশি দামে আদাসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ভোর পাঁচটার দিকে জেলা সদরের জাগীর এলাকায় কাঁচামাল আড়তে অভিযান শুরু হয়। পরে পর্যায়ক্রমে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচামাল আড়ত, শিবালয় উপজেলার টেপড়া, নালী ও আরিচা বন্দর বাজার এবং হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারেও অভিযান চালানো হয়। অভিযানের সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে আদা বিক্রির বিষয়টির প্রমাণ মেলে। এ সময় অতিরিক্ত দামে আদা বিক্রির দায়ে ওইসব বাজার ও আড়তের ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, জেলার কোথাও আদার দাম প্রতি কেজি ২০০ টাকার বেশি নেয়া হলে এবং প্রমাণসহ অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে জেলার বিভিন্ন বাজারে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বি.এম খোরশেদ/এফএ/এমএস