ধর্ষণের শিকার হয়ে কিশোরীর আত্মহত্যা
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিয়ের প্রলোভনে এক কিশোরীকে (১৬) ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ওই কিশোরী আত্মহত্যা করেছে। উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের মাসকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মাসকান্দা গ্রামের ওই কিশোরীর সঙ্গে আব্দুল জলিলের ছেলে ওলি মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার সন্ধ্যায় বিয়ের প্রলোভনে কিশোরীকে বাড়িতে নিয়ে ধর্ষণ করে ওলি। পরদিন সকালে ছেলের বাবা-মা বিষয়টি জানতে পেরে কিশোরীকে তাদের বাড়ি চলে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করে।
এরপর স্থানীয় ইউপি সদস্য ছোবান মিয়াসহ ছেলের বাবা-মায়ের উপস্থিতিতে প্রেমের সম্পর্কের কথা জানায় কিশোরী। এই কথা শুনে কিশোরীকে ওলির বাবা-মা মারধর করে ইউপি সদস্যের হাতে তুলে দেয়। পরে কিশোরীকে তার বাবার কাছে নিয়ে যান ইউপি সদস্য।
এরই মধ্যে ওলি ওই কিশোরীর সঙ্গে যোগাযোগ না করায় অভিমানে বুধবার সকালে ঘরের দরজা বন্ধ করে বিষপান করে। পরে কিশোরীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার দুপুরে সেখানে তার মৃত্যু হয়।
কিশোরীর মৃত্যুর খবর পেয়ে অভিযুক্ত ওলি মিয়া ও তার পরিবার গাঢাকা দিয়েছে। তাদের মোবাইলে বারবার চেষ্টা করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
দুর্গাপুর থানা পুলিশের ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
কামাল হোসাইন/এএম/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিন্ডিকেটের বাধায় দুই দফা অ্যাম্বুলেন্স আটকা, পথেই মারা গেল রোগী
- ২ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ৩ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৪ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৫ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে