ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শ্রীপুরে তুলার গুদামের আগুন ৭ ঘণ্টা ধরে জ্বলছে

শ্রীপুর (গাজীপুর) | প্রকাশিত: ০৯:১৭ পিএম, ০১ মে ২০২০

ভয়াবহ অগ্নিকাণ্ডে গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী এলাকায় ভিয়েলাটেক্স (ইউনিট-২) নামে একটি কারখানার তুলার গুদাম পুড়ছে। শুক্রবার দুপুর ১টার দিকে আগুন লাগলেও রাত সোয়া ৮টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (জোন-৩) উপ-সহকারী পরিচালক জাগো নিউজকে জানান, তাদের আটটি ইউনিট কাজ করছে। চেষ্টা করছেন। তুলার গুদামের আগুন যেন কারখানায় ছড়িয়ে না পড়ে।

কারখানার ব্যবস্থাপক সারোয়ার হোসেন জানান, করোনাভাইরাস পরিস্থিতির কারণে প্রায় দেড় মাস ধরে কারখানায় উৎপাদন বন্ধ। ফলে কারখানায় কোনো শ্রমিক ছিলেন না। দুপুর ১টার দিকে কারখানার তুলার গুদামের ভেতর থেকে ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসকে জানান তিনি।

Sripur-(1)

শ্রীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নাহিদ মামুন জানান, খবর পেয়ে তাদের ৩টি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে জয়দেবপুর, ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালের আরও পাঁচটি ইউনিট তাতে যোগ দেয়।

রাত সোয়া আটটার দিকে সেখানে গিয়ে দেখা গেছে, তুলার গুদামে দাউ দাউ আগুন জ্বলছিল।

শিহাব/এমএএস/পিআর