দৌলতদিয়া থেকে মহিপুর গিয়ে ১৩ জন আটক
মানিকগঞ্জের দৌলদিয়া থেকে ট্রাকযোগে আসা ট্রাকচালকসহ একই পরিবারের ১৩ জনকে আটক করে কোয়ারেন্টাইনে রেখেছে মহিপুর থানা পুলিশ।
শুক্রবার পুরান মহিপুর শেখ কামাল সেতুর টোলঘর সংলগ্ন চেকপোস্ট থেকে আটক করে তাৎক্ষণিক তাদের মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোয়ারেন্টাইনে রাখা হয়।
মহিপুর থানা পুলিশ জানায়, শুক্রবার বেলা পৌনে ১১টার সময় শেখ কামাল সেতুর চেকপোস্টে দায়িত্বরত মহিপুর থানা পুলিশের এসআই মনির হোসাইনের নেতৃত্বে ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় মহিপুর থানাধীন ধুলাসার ইউনিয়নের তারিকাটা গ্রামের ১৩ জনকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ঢাকায় ছিলেন। কেউ কেউ ওখানে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং লগডাউনের কারণে তারা এলাকায় চলে আসেন।
মহিপুর থানা পুলিশের ওসি মনিরুজ্জামান বলেন, আটককৃত ১৩ জনকে প্রাথমিকভাবে মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা ওখানে ১৪ দিন থাকবেন।
এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের দাবি জমিয়ত নেতার
- ২ বেনাপোল দিয়ে তিনদিনে সাড়ে ৪ হাজার পাসপোর্টধারী যাতায়াত
- ৩ নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ দ্রুত বাস্তবায়নের তাগিদ ব্যবসায়ীদের
- ৪ মাদারীপুর থেকে লুণ্ঠিত ৪৬২ গ্যাস সিলিন্ডার আশুলিয়ায় উদ্ধার
- ৫ স্ট্যাম্পে অঙ্গীকার দিয়ে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা