ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ১১:৫০ এএম, ০২ মে ২০২০

বগুড়ায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আইসোলেশনে আব্দুল হান্নান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি জেলার গাবতলী উপজেলার গাতীবান্ধা গ্রামের ফজেক আলী ওরফে সজেক আলীর ছেলে।

বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজল জানান, গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্য রাতে জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট নিয়ে আব্দুল হান্নানকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাকে হাসপাতালের আইসোলেশনে রাখা হলে শুক্রবার (১ মে) বিকেলে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি-না তা জানতে নমুনা সংগ্রহ করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে।

আরএআর/এমএস