কলাপাড়ায় ৬৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৮
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ৬৫ হাজার ইয়াবাসহ আটজনকে গ্রেফতার করেছে র্যাব-৮ ক্যাম্পের সদস্যরা। শনিবার (২ মে) উপজেলার ধানখালী ইউনিয়নের নিসানবাড়িয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বাবুল মৃধা, হাসিনা, মো. ইউসুফ আলী, মো. নূর আলম, মো. ইউসুফ, শাহাজদা ও মো. জামাল।
পটুয়াখালী র্যাব-৮-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইস উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ধানখালী ইউনিয়নের নিসানবাড়িয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ৬৫ হাজার ইয়াবাসহ আটজনকে গ্রেফতার করা হয়। এ সময় দুই লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। সেই সঙ্গে একটি মাছ ধরার ট্রলার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বাড়ি কলাপাড়া ও বরগুনার বিভিন্ন এলাকায়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার থেকে বিভিন্ন সময় মাছ ধরার ট্রলারে করে ইয়াবা পাচার করে আসছিল। মাদক ব্যবসায়ী বাবুলের বিরুদ্ধে চাঁদপুর, পটুয়াখালী ও বরগুনায় ছয়টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা করেছে র্যাব।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের দাবি জমিয়ত নেতার
- ২ বেনাপোল দিয়ে তিনদিনে সাড়ে ৪ হাজার পাসপোর্টধারী যাতায়াত
- ৩ নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ দ্রুত বাস্তবায়নের তাগিদ ব্যবসায়ীদের
- ৪ মাদারীপুর থেকে লুণ্ঠিত ৪৬২ গ্যাস সিলিন্ডার আশুলিয়ায় উদ্ধার
- ৫ স্ট্যাম্পে অঙ্গীকার দিয়ে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা