কাঁঠালের ভেতর ৬ হাজার ইয়াবা, দুই রোহিঙ্গা ধরা
কক্সবাজারের উখিয়ায় কাঁঠালের ভেতর ইয়াবা পাচারকালে দুই রোহিঙ্গাকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (২মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ইনানীর মাদারবনিয়া চেপটখালী এলাকা থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মকবুল আহমেদের ছেলে রশিদ উল্লাহ (১৯) ও একই ক্যাম্পের মৃত ফজল আহমেদের ছেলে মোহাম্মদ রশিদ আহমেদ (২৩)।
কোস্ট গার্ডের চট্টগ্রাম পূর্ব জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম বলেন, অভিনব পদ্ধতিতে কাঁঠালের ভেতর ইয়াবা বহন করে ঢাকায় পাচার করা হচ্ছে- এমন খবরে কোস্ট গার্ডের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুই রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মতে কাঁঠালের ভেতর ছয় হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে মামলা দিয়ে আটকদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ