ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দোকান খোলায় ৫ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০৫:২৯ পিএম, ০৩ মে ২০২০

পটুয়াখালীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলার অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (০৩ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের পুরাতন বাজার এলাকায় অভিযান চালায় র্যাব-৮ ও জেলা প্রশাসন। এ সময় দুই দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার অমিত রায়।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. রইস উদ্দিন বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় ব্যবসায়ী অসিম বণিককে দুই হাজার টাকা ও ফয়সাল সিকদারকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/এমএস