ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টিউবওয়েলে বিষ, হাসপাতালে একই পরিবারের ৬ জন

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ০৩ মে ২০২০

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় টিউবওয়েলের বিষমিশ্রিত পানি পান করে একই পরিবারের ছয়জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৩ মে) দুপুরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

অসুস্থরা হলেন- রমিজ উদ্দিনের ছেলে উজ্জ্বল (২৮), হাসিব (২২), মেয়ে মানসুরা (২৪) ও রুমি (১৮) এবং হাসিবের স্ত্রী রোমানা (১৮) ও রোমানার বড় বোন রহিমা (২৬)।

ওই পরিবারের গৃহকর্তা রমিজ উদ্দীন জানান, ভোরে টিউবওয়েলের পানি পান করে পরিবারের সদস্যরা। এরপর পরিবারের ছয় সদস্যের মধ্যে বিষক্রিয়া শুরু হয়। সন্দেহ হলে টিউবওয়েলের পানিতে বিষের গন্ধ পান। পরে অসুস্থদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিষক্রিয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল কামাল জানান, হাসপাতালে নিয়ে আসার পর অবস্থা খারাপ হওয়ায় তাদের ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে অসুস্থ ব্যক্তিরা সবাই বিষমিশ্রিত পানি পান করেছেন।

শাহাদাত হোসেন/এফএ/এমকেএইচ