ভেঙে গেল কবিদের মিলন মেলা
ঐতিহাসিক মহাস্থান গড় পরিদর্শন, কবিআড্ডা, স্বরচিত কবিতাপাঠ আর মহাস্থান জাদুঘর পরিদর্শনের মাধ্যমে শনিবার সন্ধ্যায় শেষ হলো বগুড়া লেখক চক্রের দুই দিনব্যাপী কবি সম্মেলন।
শনিবার সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আগত কবি লেখকদের অংশ গ্রহণে ঐতিহাসিক মহাস্থানগড় পরিণত হয় কবি লেখকদের মিলন মেলায়।
মহাস্থান গড়, জাদুঘর এবং ঐতিহাসিক নিদর্শনসমূহ পরিদর্শনের পর শুরু হয় কবিআড্ডা। কবিতা আড্ডায় সূচনা বক্তব্য রাখেন সংগঠন সভাপতি কবি ইসলাম রফিক। কবি আড্ডায় স্বরচিত কবিতা পাঠ, কৌতুক, গান, স্মৃতিচারণে অংশগ্রহণ করেন সমুজ্জল সুবাতাস পত্রিকার সম্পাদক কবি চৌধুরী বাবুল বড়ুয়া, কবি সম্পাদক রাজা সহিদুল আসলাম, কবি শিবলী মোকতাদির, কবি-শিশু সংগঠক আব্দুল খালেক, সানাউল্লাহ সাগর, আনিফ রুবেদ, পান্ডব মনদেহী, সুজান সাম্পান, চয়নিকা সাথী, সায়মা হাবীব, নিখিল নওশাদ, রনি বর্মন, সতেজ মাসুদ, সমতোষ রায়, সামতান রহমান, মীর মাসুদ পারভেজ, আমির খসরু সেলিম, সিকতা কাজল, রহমান মিজান, হাদিউল হৃদয় প্রমুখ।
সন্ধ্যায় বগুড়া লেখক চক্রের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ জনকে স্বীকৃতি পুরস্কার প্রদান করা হয় এবং বগুড়া লেখক চক্রের মুখপত্র ‘ঈক্ষণ’ এর মোড়ক উন্মোচন করা হয়।
লিমন বাসার/এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৭ বছর আ’লীগ আমার অনেক ক্ষতি করলেও কোনো দুর্নীতি পায়নি
- ২ বাগেরহাটে থাকতে ৫ লাখ ‘ঘুস’ দাবি, জেলার বললেন ‘সম্পূর্ণ মিথ্যা’
- ৩ জামায়াত আমির বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন: চরমোনাই পীর
- ৪ আমরা ৫৪ বছরের ব্যর্থ শাসকদের লাল কার্ড দেখাবো: গোলাম পরওয়ার
- ৫ কুমিল্লায় জামায়াত আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল