কারখানায় ঢুকতে গিয়ে জানতে পারলেন চাকরি নেই
শ্রমিক ছাঁটাই বন্ধ ও বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। মঙ্গলবার সকালে তারা এ বিক্ষোভ শুরু করেন। পরে কর্তৃপক্ষের আশ্বাসে দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন শ্রমিকরা।
এছাড়া একই দাবিতে চান্দরা পল্লীবিদ্যুৎ এলাকার ছাত্তার টেক্সটাইল মিলস লিমিটেড এবং মৌচাক এলাকার লীরা ফ্যাশন লিমিটেড নামে আরও দুটি কারখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেন।
কারখানার শ্রমিক সোলাইমান হোসেন জানান, করোনো সংকটের ফলে প্রায় এক মাস বন্ধের পর গত ২ মে থেকে কারখানা চালু হয়। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তাদের পছন্দমতো কিছু লোক ডেকে নিয়ে কাজ শুরু করেন। আর অন্যদের চাকরি নেই বলে মঙ্গলবার সকালে কারখানায় ঢুকতে দিচ্ছিল না। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা ছাঁটাই বন্ধ ও এপ্রিলের বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। অনেককে ফোন করে ডেকে এনে কর্তৃপক্ষ বলছে তাদের ছাঁটাই করা হয়েছে। বকেয়া বেতন ও শ্রম আইন অনুযায়ী সকল পাওনা পরিশোধের দাবি তাদের।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, গাজীপুরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ‘সানচেরী বডি ফ্যাশন ম্যানুফ্যাকচারী লিমিটেড’ কারখানার ৫ শতাধিক শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন শ্রমিকরা। পরে শিল্প পুলিশ এসে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে কারখানার সামনে অবস্থান নেন। কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশ সমন্বয় করে ৭ মে বকেয়া বেতন দেয়ার প্রতিশ্রুতি এবং চাকরিচ্যুত না করার আশ্বাস দিলে দুপুরে অবরোধ তুলে নেন শ্রমিকরা।
শিল্প-পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, এই মুহূর্তে কোনো শ্রমিক ছাঁটাই চলবে না, এটা সরকারি সিদ্ধান্ত। বিষয়টি কারখানা কর্তৃপক্ষকে জানালে মেনে নিয়ে ১৬ মে পর্যন্ত কারখানা ছুটি ঘোষণা করেছে। ছাঁটাই বন্ধ এবং আগামী ৭ মে বকেয়া বেতন পরিশোধের কথা বললে শ্রমিকরা বাসায় ফিরে গেছেন।
আমিনুল ইসলাম/এফএ/পিআর