নোয়াখালীতে ৫ শিবিরকর্মী গ্রেফতার
প্রতীকী ছবি
নোয়াখালীর সেনবাগে নাশকতার বৈঠকের প্রস্ততিকালে ৫ শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত আড়াইটার দিকে উপজেলা সেবারহাট সংলগ্ন একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মধ্যমরাজারামপুর গ্রামের মমিনুল ইসলামের ছেলে ও শিবিরকর্মী এনায়েত উল্যা (২৪), একই গ্রামের রফিক হুজুরের ছেলে মাসুদ (২৮), মোহাম্মদ উল্যা মৌলভীর ছেলে আবুল বাশার (২৪), দক্ষিণ রাজারামপুর গ্রামের ছেলাজুল হকের ছেলে সাইফুল ইসলাম (২৪) ও নুর হোসেনের ছেলে কামাল উদ্দিন (২২)।
সেনবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাত আড়াইটার সময় তার নেতৃত্বে একদল পুলিশ সেবারহাট বাজারের পিছনে একটি বাড়িতে অভিযান চালিয়ে শিবিরের ৫ কর্মীকে গ্রেফতার করে।
তিনি আরো জানান, এদের একেকজনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সেনবাগে নাশকতা করার অভিযোগে দায়েরকৃত মামলার ওয়ারেন্ট রয়েছে। দীর্ঘদিন থেকে তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলাচল করে আসছিল।
মিজানুর রহমান/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ২ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৩ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৪ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ
- ৫ তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু