রাজবাড়ীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
রাজবাড়ী জেলা সদরের পাঁচুরিয়া ইউনিয়নে পুকুরে ডুবে রাহুল হাসান (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। রাহুল সদরের পাঁচুরিয়া ইউনিয়নের ব্রাহ্মণদিয়া গ্রামের মেহেদী হাসান ওরফে শাহাজদ্দিনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কিভাবে কখন রাহুল তাদের বসত বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তা কেউ বলতে পারছে না। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে সবাই খুঁজতে থাকে। এ সময় পুকুরে তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রুবেলুর রহমান/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান