চেয়ারম্যানসহ ২২ জনের নামে হত্যা মামলা, গ্রেফতার ৩
প্রতীকী ছবি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হরিগাছি মালিথাপাড়া গ্রামের যুবক শামীম হত্যা মামলায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবুসহ ২২ জনের নামে হত্যা মামলা দায়ের হয়েছে। নিহত শামীমের বাবা মেহের মালিথা বাদী হয়ে দৌলতপুর থানায় বৃহস্পতিবার এ হত্যা মামলা দায়ের করেন। যার নং- ৯।
এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার বিকেলে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের হরিনগাছি মালিথাপাড়া গ্রামে একটি কাঁচা রাস্তা নির্মাণকে কেন্দ্র করে মালিথা ও মোল্লা দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে মেহের বক্স মালিথার ছেলে শামীমকে (২৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পাঁচজন আহত হন।
হত্যার ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামী কাওছার, শামীম ও মাহাবুলকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার বাদী নিহতের বাবা মেহের মালিথা বলেন, রিফায়েতপুর ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবুর ইন্ধনে সম্পূর্ণ পরিকল্পিতভাবে শামীমকে হত্যা করা হয়েছে। অবিলম্বে আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আরিফুর রহমান জানান, এ ঘটনায় ২২ জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বাবা মেহের মালিথা। মামলার এজাহারভুক্ত তিন আসামিকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
আল-মামুন সাগর/এমএআর/জেআইএম