ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রাক মালিকের মৃত্যু

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০৯:১৫ পিএম, ০৮ মে ২০২০

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরশাদ হোসেন (৩৫) নামে এক ট্রাক মালিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) রাতে এ ঘটনা ঘটে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জানা গেছে, নীলফামারীর সৈয়দপুর শহরের চামড়া গুদাম ক্যাম্পের হযরতের ছেলে আরশাদ হোসেন সৈয়দপুর টার্মিনাল এলাকায় একটি গ্যারেজে নিজের ট্রাকের চাকা পাল্টানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুতের তার ছিড়ে ট্রাকের ওপর পড়লে আরশাদ হোসেন বিদ্যুতায়িত হয়ে ঝলসে যায়।
তাকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তবে রংপুরে নিয়ে যাওয়ার পথেই আরশাদ হোসেনের মৃত্যু হয়। আরশাদ হোসেন নিজেই ট্রাকটি চালাতেন।

এফআর/পিআর