ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৬:১৭ পিএম, ০৯ মে ২০২০

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মা-বাবাকে ঘুমে রেখে ঘর থেকে বের হয়ে পুকুরের পানিতে ডুবে সাবিহা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (০৯ মে) সকালে উপজেলার উত্তর কেরোয়া গ্রামে মুন্সি বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুতে আত্মীয়-স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত সাবিহা একই এলাকার ব্যবসায়ী ইসমাইল মুন্সির মেয়ে। পুলিশের অনুমতি পেয়ে পরে শিশুটির মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

স্বজনরা জানায়, সাহরি খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। এর মধ্যে সাবিহা ঘুম থেকে উঠে ঘর থেকে বের হয়ে যায়। হঠাৎ দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।একপর্যায়ে সাবিহার মরদেহ পুকুরের পানিতে ভেসে ওঠে। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কামাল বলেন, পুলিশের সঙ্গে কথা বলে শিশুর মরদেহ দাফন করা হয়েছে।

কাজল কায়েস/এএম/এমকেএইচ