করোনা: লালমনিরহাটে ১১ সাজাপ্রাপ্ত আসামির মুক্তি
মহামারি করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে সাধারণ ক্ষমা হিসেবে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ১১ আসামিকে মুক্তি দিয়েছে লালমনিরহাট কারা কর্তৃপক্ষ।
শনিবার (৯ মে) রাতে লালমনিরহাট কারাগারের জেল সুপার কিশোর কুমার নাগ বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী ১১ আসামিকে মুক্তি দেয়া হয়েছে।
মুক্তিপ্রাপ্তরা হলেন- পাটগ্রমা উপজেলার আবু রাশেদ রিমন, নুর আমিন, আব্দুর রহিম, সহিদুল ইসলাম, রাজিউল হাসান রায়হান, লাবলু রহমান, হযরত আলী, শহিদুল ইসলাম, রাহাদ আলী এবং সদর উপজেলার মন্তাজ আলী ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার মমিনুল ইসলাম।
লালমনিরহাট কারাগার সূত্রে জানা যায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সরকারের নেয়া সর্বোচ্চ এক বছরের কয়েদি ও সাজাপ্রাপ্ত আসামিকে মুক্তি দেয়ার প্রস্তাবনার অংশ হিসেবে লালমনিরহাটের জন্য ২০ জনের সুপারিশ করা হয়েছিল। তার মধ্যে পাটগ্রাম উপজেলার ৯ জন, সদর উপজেলার ১ জন ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ১ জনকে সাধারণ ক্ষমা করেছে কর্তৃপক্ষ। বর্তমানে লালমনিরহাট জেলা কারাগারের ৫২২ জন কারাবন্দী রয়েছেন।
মো. রবিউল হাসান/এমএসএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে