লকডাউন করা দোকান খুললেন করোনা আক্রান্ত ব্যবসায়ী
নোয়াখালীর বেগমগঞ্জের প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী বাজারে লকডাউন করা দোকান প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে খোলায় করোনা আক্রান্ত ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব আলম এ জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব আলম জানান, লকডাউন অমান্য করে চৌমুহনী বাজারের করোনা আক্রান্ত ব্যবসায়ীর দোকান ‘গগণ সাহা ষ্টোর’ খোলায় ওই প্রতিষ্ঠানের মালিক রাজন সাহাকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, এর আগে ওই মালিক দোকানের কর্মচারী করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার তথ্য গোপন করে তার সৎকার করেন। পরবর্তীতে তিনিসহ তার দোকানের আরও তিনজনের নুমনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়।
মিজানুর রহমান/এফএ/এমকেএইচ