ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে জেএমবির সক্রিয় সদস্য আটক

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১১ মে ২০২০

গাজীপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব। রোববার (১০ মে) রাতে গাজীপুর মহানগরীর উত্তর খাইলকুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তার নাম মো. নাজমুল হাসান নোমান (১৯)। তিনি মহানগরীর উত্তর খাইলকুর এলাকার মো. আব্দুল কাদিরের ছেলে।

এ সময় তার কাছ থেকে চারটি উগ্রবাদী বই, উগ্রবাদী প্রচারণার স্ক্রিনশট ২০ পাতা, একটি ডেস্কটপ কম্পিউটার ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

jmb-gazipur

সোমবার (১১ মে) দুপুরে র‌্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, মহানগরীর গাছা থানার উত্তর খাইলকুর এলাকায় গোপন মিটিংয়ের উদ্দেশ্যে এক জেএমবি সদস্য অবস্থান করছে- রাতে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মো. নাজমুল হাসান নোমানকে আটক করা হয়।

আটককালে তার কাছ থেকে চারটি উগ্রবাদী বই, উগ্রবাদী প্রচারণার স্ক্রিনশট ২০ পাতা, একটি ডেস্কটপ কম্পিউটার ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক নাজমুল হাসান নোমান জেএমবির সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

আমিনুল ইসলাম/আরএআর/পিআর