ভৈরবে ৫৬ কেজি গাঁজাসহ আটক ৩
কিশোরগঞ্জের ভৈরবে ৫৬ কেজি গাঁজা ও একটি কাভার্ডভ্যানসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সোমবার (১১ মে) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড় থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাটের লক্ষ্মীপুর গ্রামের জমরুজ মিয়ার ছেলে মো. সিরাজুল ইসলাম উজ্জল (২৩), ময়মনসিংহের গৌরীপুরের মরিচালী গ্রামের আব্দুল হেকিম মন্ডলের ছেলে মো. রতন মিয়া (২৮) ও নেত্রকোনার পূর্বধলার ইয়ারণ গ্রামের আব্দুস সোবান মিয়ার ছেলে মো. ইমরান হোসেন (২২)।
র্যাব-১৪ এর সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় ভৈরব দুর্জয় মোড় এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে সন্দেহজনক একটি কাভার্ডভ্যান আটক করা হয়। পরে তল্লাশি করে কাভার্ডভ্যানের ভেতর থেকে ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক বহনের কাজে ব্যবহারের জন্য কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এ ব্যাপারে আটকদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আসাদুজ্জামান ফারুক/আরএআর/জেআইএম