লালমনিরহাট সদর হাসপাতালের স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ
প্রতীকী ছবি
কোনো উপসর্গ ছাড়াই লালমনিরহাট সদর হাসপাতালের এক স্বাস্থ্যকর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়ছে। এ নিয়ে জেলায় মোট ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো। তবে এদের মধ্যে দুজন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।
সোমবার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনাক্ত স্বাস্থ্যকর্মীর শরীর থেকে গত ৫ মে রক্ত, কফ ও ঘাম সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেদিনই তার দেহে সংক্রমণ ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত হতে দ্বিতীয় দফায় পরীক্ষা করা হয়। এ সময়ও তার ফলাফল পজিটিভ আসে।
এছাড়া জেলায় গাজীপুরফেরত করোনা পজিটিভ এক যুবকের সংস্পর্শে আসা পরিবারের পাঁচ সদস্য নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
প্রথম করোনা আক্রান্ত যুবক গত ১৮ এপ্রিল থেকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিৎসাধীন। বর্তমানে তিনি সুস্থ আছেন।
মো. রবিউল হাসান/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে