আলমডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কিশোরকে পিটিয়ে জখম
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে সুমন (১৪) নামের এক কিশোরকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
সোমবার (১১ মে) সন্ধ্যার পর উপজেলার বাড়াদী ইউনিয়নের অনুপনগর গ্রামে এ ঘটনা ঘটে। সুমন গ্রামের কৃষক মো. এখলাস উদ্দীনের ছেলে। ওই কিশোর বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার সকালে ভুক্তভোগীর চাচা ইসরাইল এ ঘটনায় আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বাড়াদী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি গোলাম মোর্তজা (খাজা), আইতাল মিয়া, দোবির হোসেন ও ইমাদুল আলীসহ ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।
সুমনের বাবা এখলাস জানান, সোমবার সন্ধ্যার পর সুমনসহ ৫-৬ জন মিলে গ্রামের তালতলা মাঠে খরগোশ ধরতে যায়। খরগোশ না পেয়ে ফেরার পথে একই গ্রামের আইতাল মিয়া, দোবির হোসেন ও ইমাদুল আলীসহ ৭-৮ জন তাদেরকে লিচু চুরির অপবাদ দিয়ে মারধর করে। এ সময় সুমনের মাথায় বাঁশ দিয়ে আঘাত করে আইতাল। এতে মাথা ফেটে রক্ত ঝরতে থাকে সুমনের। তার ছেলের বাম চোখ অন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, গ্রামের রাস্তা করা নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কয়েকদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে তার ছেলে সুমনকে এভাবে মারধর করা হয়েছে।
সুমনের চাচা ইসরাইল বলেন, এখন মরিচ চাষের সময়। এ সময় খরগোশের উৎপাত বেড়ে যায়। খরগোশগুলো মাঠের ছোট ছোট মরিচ গাছের গোড়া কেটে ফেলে। এ কারণে সুমনসহ কয়েকজন সন্ধ্যার পর জাল নিয়ে খরগোশ ধরতে যায়। এছাড়া লিচু পাকার সময়ও হয়নি। কিন্তু গ্রামের আইতাল, দোবির ও ইমাদুলসহ আরও কয়েকজন তার ভাইয়ের ছেলেকে হত্যার উদ্দেশ্যে লিচু চুরির মিথ্যা অপবাদে পিটিয়ে জখম করেছে।
তিনি বলেন, গোলাম মোর্তজা স্থানীয় আওয়ামী লীগের নেতা। কয়েক দিন ধরে গ্রামের রাস্তার কাজ চলছে। রাস্তার একপাশে মোতর্জার ভাই রাজা ও অন্যপাশে আমাদের জমি রয়েছে। বেশ কিছু দিন আগে রাস্তার জন্য জমি ছাড়া নিয়ে তাদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এর জেরেই সুমনকে মারধর করেছে তারা।
এ বিষয়ে বাড়াদী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য মানিক মিয়া বলেন, সোমবার সন্ধ্যার দিকে মারধরের ঘটনা ঘটে বলে শুনেছি। এ ব্যাপারে পরে আমাকে কেউ আর কিছু জানায়নি।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবীর জানান, ভুক্তভোগীর চাচা থানায় অভিযোগ করেছেন। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সালাউদ্দীন কাজল/এমএসএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ২ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৩ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৪ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে
- ৫ ভবন ছাড়তে উকিল নোটিশ, চুক্তির মেয়াদ শেষ হলেও চলছে কার্যক্রম