চাল ক্রয়ের সময়সীমা বৃদ্ধির দাবিতে মানববন্ধন
নেত্রকোনায় সরকার নির্ধারিত চাল ক্রয়ের সময়সীমা বৃদ্ধির দাবিতে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের সামনে সোমবার দুপুরে মানববন্ধন করেছে জেলা চালকল মালিক সমিতি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা চালকল মালিক সমিতির সভাপতি এইচ.আর খান পাঠান সাকি, সাধারণ সম্পাদক উজ্জল সাহা রায়, হাজী সেলিম, জীবন সাহা, ফেরদৌস আহম্মদ, মুক্তিযোদ্ধ পরিমল সরকার, অধ্যাপক রণজিত সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা এসময় জানান, ১৩ হাজার ৪শ মেট্রিকটন আতপ চাল কেনার কথা থাকলেও মাত্র আট হাজার মেট্রিকটন চাল কিনেই ক্রয় বন্ধ করে দিয়েছে জেলা খাদ্য নিয়ন্ত্রক। এতে চালকল মালিকরা ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি তাদের।
মানববন্ধনে ৩১ অক্টোবর পর্যন্ত চাল ক্রয়ের নির্দেশ দেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান তারা।
তবে জেলা খাদ্য নিয়ন্ত্রক রাফিজ উদ্দিন জাগো নিউজকে জানান, সরকারের নির্দেশ মতো ৭ অক্টোবর পর্যন্ত চাল ক্রয় করা হয়েছে। সংরক্ষণেরও জায়গার সমস্যা থাকায় আর চাল ক্রয় সম্ভব হচ্ছে না।
কামাল হোসাইন/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের