সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু
ফাইল ছবি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সাপের কামড়ে বিদ্যুৎ হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১৭ মে) রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত বিদ্যুৎ হোসেন আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের চরপাড়া গ্রামের তানহার আলীর ছেলে ও জেসিডি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
প্রতিবেশীরা জানান, রোববার রাতে বিদ্যুৎ হোসেন বাড়ির পাশে স্কুলের শহিদ মিনারের ওপর বসেছিল। এ সময় বিষধর একটি সাপ তার পায়ে কামড় দেয়। সে বাড়িতে এসে বিষয়টি তার পরিবারের সদস্যদের জানালে প্রথমে তাকে স্থানীয় কবিরাজের কাছে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
বিদ্যুৎ হোসেনের বাবা তানহার আলী জানান, তার ৯টার দিকে তার ছেলেকে বিষধর সাপে কামড় দেয়। প্রথমে কবিরাজ দিয়ে চিকিৎসা করা হয়। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সালাউদ্দীন কাজল/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাঞ্ছারামপুর ইউএনও ফেরদৌস আরার ইন্তেকাল
- ২ ছয় বছরেই ব্যবহার অনুপযোগী দুই গুচ্ছগ্রামের শত পরিবারের বাসস্থান
- ৩ শিশির মনিরের নির্বাচনি সভায় বক্তব্য দিলেন সাবেক আ’লীগ নেতা
- ৪ স্ত্রীর স্বীকৃতি দাবিতে সন্তানদের নিয়ে ইউপি সদস্যের বাড়িতে ২ নারী
- ৫ আপিলেও ফেরেনি বিএনপির আইয়ুবের প্রার্থিতা, বৈধ হয়েছে ছেলের মনোনয়ন