জাগো নিউজের বেনাপোল প্রতিনিধির মায়ের ইন্তেকাল
জাগো নিউজের বেনাপোল প্রতিনিধি মো. জামাল হোসেনের মা আমেনা খাতুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৮ মে) রাত ১১টা ১৫ মিনিটে যশোর জেনারেল হাসপাতালের করোনা কেয়ার ইউনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
সোমবার তারাবি নামাজের প্রস্তুতি নেয়ার সময় তার শারীরিক অবস্থার অবনতি হলে যশোরে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। পাঁচ ছেলে, এক কন্যা ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১১টায় বেনাপোল রেলস্টেশন জামে মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মসজিদের সাবেক ইমাম মাওলানা আব্দুর রহিম হাবিবি।
জানাজায় অংশ নেন- শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। পরে তাকে গাজিপুর কবরস্থানে দাফন করা হয়।
জামাল হোসেন/এএম/পিআর