ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরগুনায় যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৪:৪৯ এএম, ২০ অক্টোবর ২০১৫

বরগুনায় রাজু (২০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের পায়রা নদী সংলগ্ন একটি বেড়িবাঁধের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রাজু বুড়িরচর ইউনিয়নের দরিদ্র রিকশাচালক শাহজাহান মৃধার ছেলে। তিনি একটি খাদ্যপণ্য বিক্রয় প্রতিষ্ঠানের স্থানীয় বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।   

স্থানীয় অধিবাসী সূত্রে জানা গেছে, বেরিবাঁধের উপর দিয়ে যাওয়ার সময় একজন মোটরসাইকেল আরোহী প্রথমে রাজুর মরদেহ দেখে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে রাত ১০টার দিকে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বরগুনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন পিপিএম জাগো নিউজকে জানান, নিহত যুবকের শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।  

মো. সাইফুল ইসলাম মিরাজ/এমজেড/পিআর