ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শাহজাদপুরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৪:৩১ পিএম, ২৪ মে ২০২০

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নাজেম উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার কাংলাকান্দি গ্রামে এঘটনা ঘটে। নিহত নাজেম উদ্দিন কাংলাকান্দি গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান নিহতের পারিবারের বরাত দিয়ে বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে কাংলাকান্দি গ্রামের নজরুল ইসলামের গ্রুপের সঙ্গে রউফ গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। ইতোপূর্বে কয়েক দফায় হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার সকালে নজরুল ইসলাম গ্রুপের নাজেম উদ্দিনকে পেয়ে প্রতিপক্ষের লোকজন মারধর করলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নাজেম উদ্দিনসহ ছয়জন আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান নাজেম উদ্দিন। এ ঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমএস