নন্দীগ্রামে প্রাণআপ পুরস্কার পেল মোস্তফা
প্রাণআপ লাভ ইন থাইল্যান্ড এর প্রমোশনের মাধ্যমে বগুড়ার নন্দীগ্রামে পুরস্কার পেয়েছেন মোস্তফা আলী নামে এক মুরগি ব্যবসায়ী। তার বাড়ি উপজেলার কোলদিঘী গ্রামে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পৌর শহরের আদর্শ সুপার মার্কেটের সামনে প্রাণআপ গ্রাহক পুরস্কারের ১৬ ইঞ্চি কালার এলইডি টিভি মোস্তফার হাতে তুলে দেন প্রাণ ব্রেভারেজের এজিএম সাঈদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল হোসেন, টেরিটোরি বগুড়ার সেলস ম্যানেজার জাহিদুল ইসলাম, নন্দীগ্রামের পরিবেশক মাহবুব রহমান, সেলস রি-প্রেজেন্টিভ মনির হাসান প্রমুখ।
পুরস্কার পাওয়া মুরগি ব্যবসায়ী মোস্তফা আলী বলেন, শিমলা বাজারের একটি দোকান থেকে ১৫টাকা দামের ১টি ২৫০মিলি প্রাণআপ কিনে লেবেল ঘুষে পুরস্কার জিতেছি।
এমএএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৭ বছর আ’লীগ আমার অনেক ক্ষতি করলেও কোনো দুর্নীতি পায়নি
- ২ বাগেরহাটে থাকতে ৫ লাখ ‘ঘুস’ দাবি, জেলার বললেন ‘সম্পূর্ণ মিথ্যা’
- ৩ জামায়াত আমির বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন: চরমোনাই পীর
- ৪ আমরা ৫৪ বছরের ব্যর্থ শাসকদের লাল কার্ড দেখাবো: গোলাম পরওয়ার
- ৫ কুমিল্লায় জামায়াত আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল