ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ধনু নদীতে নৌকা ডুবে দুই যাত্রী নিখোঁজ

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ২৬ মে ২০২০

নেত্রকোনার মোহনগঞ্জে ধনু নদীতে নৌকা ডুবে দুজন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার গাগলাজুর ইউনিয়নের মহব্বত নগর গ্রামে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোহনগঞ্জ উপজেলার মহব্বত নগর থেকে খালিয়াজুরী উপজেলার লেপসিয়া বাজারে চিকিৎসার জন্য ৭ জন নৌকায় রওনা হন। পথে আবহাওয়া খারাপ হলে নদীর মাঝে যেতেই স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকার পাঁচ যাত্রী তীরে উঠতে পারলেও মহব্বত নগর গ্রামের মুক্তলাল দাসের ছেলে সুশীল দাস (৫৫) ও একই গ্রামের মনু মিয়ার স্ত্রী শারমিন (৪৫) নদীতে নিখোঁজ হন।

মোহনগঞ্জ থানার ওসি আব্দুল আহাদ খান জানান, ধনু নদীর এ অংশে অতিমাত্রায় স্রোত থাকায় নৌকাটি ডুবে গেছে। দু’জনের সন্ধান পাওয়া যায়নি। ডুবুরির জন্য ময়মনসিংহ ফায়ার সার্ভিস অফিসে যোগাযোগ করা হয়েছে।

কামাল হোসেন/এফএ/পিআর