কুড়িগ্রামে ডায়রিয়ায় কিশোরের মৃত্যু
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় ডায়রিয়া এবং বমিতে মমিনুল ইসলাম (১৫) নামে এক কিশোর মৃত্যু হয়েছে। মঙ্গলবার তার মৃত্যু হয়।
মমিনুল উপজেলার সদর ইউনিয়নের জাউনিয়ার চর লম্বাপাড়া গ্রামের জাবেদ আলীর ছেলে। একই উপসর্গ নিয়ে মৃত কিশোরের চাচি সাবিনা (২৮) রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মমিনুল বেশ কয়েকদিন ধরে ডায়রিয়া, জ্বর এবং বমিতে আক্রান্ত ছিল।
করোনার প্রাদুর্ভাবের কারণে পরিবারের সদস্যরা এসব তথ্য গোপন রাখেন। রোগীর অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে মারা যায়।
রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহিন মনসুন বলেন, মমিনুলকে হাসপাতালে আনার আগেই মারা গেছে। একই উপসর্গ নিয়ে তার চাচি সাবিনাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ডায়রিয়া এবং বমিতে আক্রান্ত হয়ে ওই কিশোর মারা গেছে। মৃত কিশোরের করোনার উপসর্গ ছিল না।
নাজমুল/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফ্যাসিবাদী আমলে বন্ধ হওয়া চিনিকলগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছি
- ২ ৮০০ টাকা কেজি রান্না করা গরুর মাংস কিনতে ক্রেতাদের হিড়িক
- ৩ পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই: মঞ্জু
- ৪ ফ্যাসিবাদের আমলে ৫ টাকা চাঁদা দিলে এখন ২০ টাকা দেওয়া লাগে
- ৫ রাজমিস্ত্রির বাড়ি থেকে ওয়ানশুটার গানসহ দুই পিস্তল উদ্ধার