ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুরে অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ১২:৩৫ পিএম, ২৭ মে ২০২০

দিনাজপুরের বিরামপুরে অ্যালকোহল পানে তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) গভীর রাতে বিরামপুর পৌর শহরের ৬ নং ওয়ার্ডের মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অসুস্থ আরও চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- মাহমুদপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে আব্দুল মতিন (২৭), তোফাজ্জল হোসেনের ছেলে আজিজুল ইসলাম (৩৩) ও সুলতান মাহমুদের ছেলে মহসিন আলী (৩৮)। অসুস্থদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এলাকাবাসী জানায়, রাতে তারা হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে অ্যালকোহল কিনে সেবন করেন। পরে মধ্য রাতে নিজ নিজ বাসায় তারা অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ আব্দুল মান্নান (৪০) নামে এক হোমিও চিকিৎসককে আটক করেছে।

বিরামপুর থানা পুলিশের ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

ইমদাদুল হক/আরএআর/জেআইএম