ঝড়ে গাছচাপায় আ.লীগ নেতার মৃত্যু
ফাইল ছবি
বগুড়ার কাহালুতে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপরে গাছ চাপা পড়ে নজিবর রহমান নজির (৭০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) ভোরে এ ঘটনা ঘটে।
নিহত নজিবর রহমান নজির কাহালু উপজেলার কালাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৬ মে) রাত ১১টায় এবং বুধবার (২৭ মে) ভোর সাড়ে ৪টায় জেলার ওপর দিয়ে দুই দফা কালবৈশাখী ঝড় বয়ে যায়। ভোরের দিকে ঝড়ে নজিবর রহমান নজিরের ঘরের ওপরে গাছ ভেঙে পড়ে। এতে তার মাটির দোতলা ঘর ধসে যায়। এ সময় গাছ চাপা পড়ে ঘুমন্ত নজিবর রহমান নজির মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন মরদেহটি উদ্ধার করে।
কাহালু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরএআর/জেআইএম